 
              প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৮:৪৩ পিএম
 
                 
                            
              কর্মজীবনের শেষ দিনে গত ২০ জুন কুনমিংয়ে পাকিস্তান ও চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের কর্মকর্তাদের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সেখানে ত্রিদেশীয় নতুন জোট গঠন এবং সেজন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা জানায় পাকিস্তান ও চীন। যদিও পরের দিন বিজ্ঞপ্তি দিয়ে এটিকে অনানুষ্ঠানিক বৈঠক বলে দাবি করে ঢাকা।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছেন, চীন ও পাকিস্তানকে নিয়ে ‘ভারতবিরোধী’ কোনও জোট বাংলাদেশ গঠন করছে না। তিন দেশের পররাষ্ট্র সচিবের বৈঠক ছিল অফিসিয়াল উদ্যোগ, রাজনৈতিক কিছু নয়।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মূলত ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের সুযোগে বেইজিং এই ত্রিপক্ষীয় জোট গঠন করছে বলেও দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
এ সময় ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং সেক্ষেত্রে সরকার কি করছে, তাও স্পষ্ট করেন উপদেষ্টা। তৌহিদ হোসেন জানান, ভারতের সাথে সম্পর্ক শীতল না হলেও এটা ‘রিআ্যাডজাস্টম্যান্ট’ বা পুনরুদ্ধার করার চেষ্টা চলছে।
এদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানের নিয়োগ হলেও এ দায়িত্বে উনি যোগ দিতে চাননি বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      