 
              প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০২:৪৭ পিএম
 
                 
                            
              ঐকমত্য কমিশন কোনো আলাদা সত্তা নয়। তাই কমিশন ব্যর্থ হলে, তা হবে সকলের ব্যর্থতা। যা হবার সুযোগ নেই। একথা বলেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪তম দিনের সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।
অধ্যাপক রীয়াজ বলেন, কমিশন গঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় সহায়তা করার জন্য। সে চেষ্টাই করে যাচ্ছে কমিশন। তাই সকলে মিলে সফল হতেই হবে।
তিনি বলেন, এই সাফল্যের মাপকাঠী হচ্ছে, সকলে মিলে আমরা একমত হতে পারছি কিনা। কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে আমরা একমত হতে পারছি কিনা।
কমিশনের সহ-সভাপতি বলেন, কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। কিছু বিষয়ে প্রাথমিক আলোচনাতেই সবাই সম্মতি জানিয়েছেন। আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, যেগুলো নিয়ে আলোচনা চলবে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকে যেন আমরা আমাদের দায় এবং দায়িত্ব অনুভব করি। আমরা যেন মনে রাখি, কীভাবে আমরা এ জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি। এই প্রক্রিয়ার মধ্যে কী প্রত্যাশা মানুষের। তা প্রত্যাশা পূরণে আমরা কে কী ভূমিকা পালন করবো।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আলোচনায় আরও উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      