• ঢাকা শনিবার
    ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনের ঘটনায় আজ আরও দুই জনের মৃত্যু, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৩১

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৭:০৮ পিএম

মাইলস্টোনের ঘটনায় আজ আরও দুই জনের মৃত্যু, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৩১

সিটি নিউজ ডেস্ক

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ বৃহস্পতিবার আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নিহতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ মারা যাওয়া দু্ইজনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। এ নিয়ে সেখানে মোট ১৩ জনের মৃত্যু হলো।

এর বাইরে, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া বর্তমানে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ