
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:৪১ পিএম
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩৩ জন এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন, তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছে তিনজন।
সোমবার বেলা ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, ``এখন ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। যাদের মধ্যে ২৭ জনই শিশু। তাদের মধ্যে ক্রিটিক্যাল তিন জন এবং সিভিয়ার তিন জন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।``
তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে নয় জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে।
তিনি বলেন, ‘ভালো খবর হলো ইন্টারমিডিয়েট পর্যায়ের তিন জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে। তবে আবহাওয়া বিবেচনায় এবং তাদের পরিবারের অনুরোধে পরবর্তী ড্রেসিং করার পর বাসায় পাঠিয়ে দেওয়া হবে।’
চলতি সপ্তাহে আরও বেশ কয়েকজনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।
এছাড়া বিমান বিধ্বস্তে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা চিকিৎসকরা পর্যায়ক্রমে স্ব স্ব দেশে চলে গেছেন এবং বাকিরা চলে যাচ্ছেন বলে জানান তিনি।