• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৮:০৮ পিএম

বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সিটি নিউজ ডেস্ক

অর্থ আত্মসাতের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে কলিমুল্লাহকে আদালতে হাজির করে আটক রাখার আবেদন করে দুদক। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আজ রাজধানীর মোহাম্মদপুর থেকে কলিমুল্লাহকে গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, গত ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সেই মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করেছে। পাশাপাশি ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানতকে এফডিআর হিসেবে ব্যাংকে জমা এবং এফডিআর লিয়েনে রেখে ঠিকাদারকে লোন দেয়ার জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ অনুমোদন দিয়ে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ করে তারা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ