• ঢাকা সোমবার
    ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সড়ক উপদেষ্টার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:৫৪ পিএম

সড়ক উপদেষ্টার আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সিটি নিউজ ডেস্ক

সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানের আশ্বাসে ৮ দফা দাবিতে ১২ আগস্ট থেকে ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ রোববার (১০ আগস্ট) বিকেলে সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

সভা শেষে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, আগামী ২ মাসের মধ্যে সড়ক আইনের খসড়া সংশোধন করা হবে। মালিক সমিতির আট দফার ভিত্তিতে আলোচনা হয়েছে। যেসব সমস্যা সমাধান সম্ভব, সেগুলো মেনে নেওয়ার জন্য আশ্বস্ত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাস্তবায়নের জন্য কমিটি করা হয়েছে। পুরনো যানবাহন সরিয়ে নিতে ছয় মাসের সময় দেয়া হয়েছিল। ফিটনেসবিহীন গাড়িগুলোর ডাম্পিংয়ের জায়গা নেই, তাই শ্রমিক-মালিকরা ক্ষতিগ্রস্ত না হয়—সেভাবেই ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ সড়ক পরিবহন আইন সংশোধন ও বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে ৭২ ঘণ্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়।

আর্কাইভ