• ঢাকা সোমবার
    ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৭:১৭ এএম

টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিটি নিউজ ডেস্ক

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে এসে অবস্থান নেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ও দীর্ঘ যানজট দেখা দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও তাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকায় বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অস্তিত্বহীনতায় ভুগছে। এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না হওয়াতে শিক্ষা কার্যক্রমও বন্ধের উপক্রম হয়েছে।

তারা জানান, গত দুইদিন ক্যাম্পাসের সামনে মানববন্ধন করা হয়েছে। কিন্তু কোনো ফল না পেয়ে তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও এ সময় জানান আন্দোলনকারীরা।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ