
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৮ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার তার সফরসঙ্গীর তালিকায় চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের মধ্যে বিএনপির দুইজন, জামায়েতের একজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন নেতা রয়েছে।
তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
এই রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গী হচ্ছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনের দুইটি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকার। ইসি সচিবালয় আইন-২০০৯ এর ৫ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করার জন্যই তা করা হয়েছে।
এছাড়া, মোট ৭৭টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৪টি বাস্তবায়ন ও ১৪টি আংশিক বাস্তবায়ন হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।