 
              প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১১:৩৪ এএম
 
                 
                            
              জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ করা হবে আজ।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলায় সাক্ষ্য দেবেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
এর আগে, সোমবার মোহাম্মদপুরে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ঘটনার প্রত্যক্ষীদর্শীর সাক্ষ্য গ্রহণ।
অপরদিকে, রাজধানীর উত্তরায় গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় ট্রাইব্যুনাল এ আনা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ গ্রেফতার ৯ আসামিকে। অন্যদিকে কক্সবাজারে ক্রসফায়ারে একরামূল হক হত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক এমপি আবদুর রহমান বদিকে। এছাড়া সিলেটের মামলার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, রাজশাহীর গণহত্যার মামলায় খাইরুজ্জামান লিটনসহ ৩ জনকে।
এদিকে ট্রাইব্যুনাল-২ এ আশুলিয়ার হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      