• ঢাকা শুক্রবার
    ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠদের দেশে-বিদেশে থাকা হাজার ২৫৭ কোটি টাকা জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১১:২২ এএম

শেখ হাসিনা ও তাঁর ঘনিষ্ঠদের দেশে-বিদেশে থাকা হাজার ২৫৭ কোটি টাকা জব্দ

সিটি নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার এবং ১০ ব্যবসায়ী গ্রুপের ৫৭ হাজার ২৫৭ কোটি টাকা জব্দ হয়েছে।

এর মধ্যে বিদেশে পাচার হওয়া অর্থ রয়েছে ১০ হাজার ৪৫২ কোটি টাকা। দেশে জব্দ হয়েছে ৪৬ হাজার ৮০৫ কোটি টাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবার এবং ১০টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচার ও জালিয়াতি তদন্তে ১১টি যৌথ সরকারি তদন্ত দল গঠন করেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বয়ে যৌথ তদন্ত দলগুলো গঠন করা হয়। তদন্ত কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হয়।

তদন্তের আওতায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও রয়েছে এস আলম গ্রুপ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ পরিবারের আরামিট গ্রুপ, বিতর্কিত নাবিল গ্রুপ, বেক্সিমকো, নাসা, সিকদার, বসুন্ধরা, সামিট, ওরিয়ন ও জেমকন গ্রুপ। বিদেশি কয়েকটি সংস্থা এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তদন্তে বাংলাদেশকে সহায়তা করছে।

আর্কাইভ