• ঢাকা শনিবার
    ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:১৭ পিএম

ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অবরোধের নামে সাধারন জনগনের এবং সেনাবাহিনীর ওপর হামলার ঘটনায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা অভিযোগ করেন মাইকেল চাকমা, চাকমা রানী ইয়ান ইয়ানের মদদে পাহাড়ের পরিস্থিতি সংঘাতময় হয়ে উঠছে।

তাদের অভিযোগ, মূল দোষীদের বিচার না চেয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। নেতারা বলেন, এমন পরিস্থিতিতে আইনানুগ ব্যবস্থা না নিলে তা সাম্প্রদায়িক সংঘাতের দিকে মোড় নিতে পারে।

এর আগে, গতকাল বিকেলে পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ ও চাকমা রানী ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ ও ইয়ান ইয়ান চক্র সেনাবাহিনীর ওপর হামলা, দাঙ্গা উসকানি ও রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র আছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ ও ইয়ান ইয়ানকে গ্রেফতারের দাবি জানান। একইসাথে পাহাড়ের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোর আহ্বানও জানানো হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ