
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১০:৩২ এএম
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (১২ অক্টোবর) তাকে চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা শেষে আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হলো।