
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৬:৪৫ পিএম
ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়িয়েছে (ভাইরাল), তা সঠিক নয়। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সাথে একটা চুক্তি বাতিল করেছে, আর কয়েকটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এ নিয়ে যেসব তথ্য ছড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি বলে জানালেন পররাষ্ট উপদেষ্টা। তাই দায়িত্বশীলদের এ তালিকা শেয়ার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে ঢাকার চিঠির উত্তর দিল্লি দেয়নি বলেও গণমাধ্যমকে জানান তৌহিদ হোসেন।
এদিকে, হিউম্যান রাইটস ওয়াচসহ ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নির্বিচারে গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যে অনুরোধ জানিয়েছেন— সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়।