প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০৯:৫৮ পিএম
রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের মৃত্যুর ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয় রেল চলাচল। তবে বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়। আর মতিঝিল হতে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল ৭টা ১৫ মিনিটে চালু হয়।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ মারা যান। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে ছোট তিনি। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায়।
এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। পরিবারের সদস্য কেউ যদি বেকার থাকে তাকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে। এই ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তখন তিনি বলেছিলেন, মেট্রার অন্য অংশ চালুর চেষ্টা করা হবে। তবে আজকে পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশ আজ চালু হচ্ছে না।
আরও পড়ুন: ভাবির সঙ্গে শেষ কথায় কালাম বলেছিলেন— ‘ অতি শীঘ্রই বাড়ি ফিরবো’
নিহতের ভাবি আসমা আক্তার বলেন, সকালে আমাকে ফোন দিয়ে বলেছিল ওর ভাইয়ের সঙ্গে কথা বলবে। বাড়ি আসতে বললে, সে জানায় অতি শীঘ্রই বাড়ি আসবে। কয়েক ঘণ্টা পর জানতে পারি, আমার দেবরের মৃত্যুর খবর। সংসারের হাল ওই ধরেছিল। আর ফিরে আসবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায্য বিচার চাই। তার সন্তানরা যাতে ভালো করে বাঁচতে পারে সরকার সেই ব্যবস্থা করুক।
প্রসঙ্গত, গত বছরের ১৮ সেপ্টেম্বর এমন বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। তখন কোনো হতাহত হয়নি। তবে ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।