• ঢাকা সোমবার
    ২৭ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৮:৩০ পিএম

মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে কমিশন

সিটি নিউজ ডেস্ক

আগামীকাল মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ ৬ সদস্যের দল।

সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও, ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোন প্রেক্ষাপটে কী প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছালাম, তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার। যত বৈঠক হয়েছে সেগুলোর ছবি ও ভিডিও, যত চিঠি চালাচালি হয়েছে— সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে। ক্যাটাগরি করে রাখতে হবে। টেলিভিশনে যে সব আলোচনা লাইভ প্রচার হয়েছে, সেগুলো খন্ড খন্ড আকারে সংরক্ষণ করতে হবে।

কারণ, এগুলো হবে ইতিহাসের চিরজীবন্ত দলিল। যারা গবেষণা করতে চায়, তারা যেন এগুলো দেখে কাজে লাগাতে পারে। প্রজন্মের পর প্রজন্মে এই ডকুমেন্ট থেকে যাবে। এই দলিলগুলোই ভবিষ্যতের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি আইন বিশেষজ্ঞ, বিচারপতি, শিক্ষাবিদসহ নাগরিক সমাজের বিশিষ্টজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর দুই দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয় গত ১৫ ফেব্রুয়ারি।

আর্কাইভ