• ঢাকা রবিবার
    ০৯ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০৯:৫৬ এএম

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

সিটি নিউজ ডেস্ক

তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। ফলে প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত রাখবেন শিক্ষকরা।

এর আগে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হয়েছেন।

এ ঘটনার পর সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক শামসুদ্দিন মাসুদ দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন। একইসঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তিনি। 

শিক্ষকদের তিন দফা হলো- 

১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

৩️. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

শিক্ষকরা বলছেন, এই দাবিগুলো শুধু বেতনের বিষয় নয়, বরং প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পেশাগত মর্যাদা ও প্রণোদনার বিষয়।
 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ