• ঢাকা শনিবার
    ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
২৬ টুকরা মরদেহ উদ্ধার

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন হন আশরাফুল, দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:০৫ এএম

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন হন আশরাফুল, দুই আসামি গ্রেফতার

সিটি নিউজ ডেস্ক

জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) দুই ড্রামভর্তি ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশ ও র‍্যাব-৩-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়ার কারণে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি)।

এদিকে র‍্যাব-৩ জানায়, আশরাফুলকে হত্যা করে মরদেহ খণ্ড-বিখণ্ড করার মামলায় মূল আসামি জারেজের প্রেমিকা শামীমাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি নিহত আশরাফুলের ২৬ খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আশরাফুল হকের বন্ধু জারেজকে আসামি করে গতকাল শুক্রবার শাহবাগ থানায় মামলা করে নিহতের পরিবার।

আর্কাইভ