• ঢাকা সোমবার
    ১৭ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আবার চিঠি লিখবেন আসিফ নজরুল

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৬:২৯ পিএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে আবার চিঠি লিখবেন আসিফ নজরুল

সিটি নিউজ ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তারা শেখ হাসিনার প্রত্যর্পনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখবেন।

“ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও নিন্দনীয় আচরণ,” শেখ হাসিনার বিরুদ্ধ মৃত্যুদণ্ডের রায়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেছেন।

“আজ একটা বিচার হয়েছে। আমরা যতদিন আছি বিচারকার্য পূর্ণবেগে চলবে। আমরা আশা করি, আগামীতে নির্বাচিত সরকার যেন বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই পিছপা না হয়,” বলেছেন তিনি।

আসিফ নজরুল বলেন, “আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু বিস্মিত নই। কারণ শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো ও বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই সর্বোচ্চ শাস্তি দেওয়ার কথা”।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ