• ঢাকা বৃহস্পতিবার
    ২০ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিলের রায় আজ

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:২৫ এএম

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিলের রায় আজ

সিটি নিউজ ডেস্ক

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর আপিলের রায় আজ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এ রায় দেবেন সর্বোচ্চ আদালত। এর মাধ্যমে জানা যাবে, ১৪ বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আদৌ ফিরছে কি না, আর ফিরলেও কী আঙ্গিকে ফিরবে এবং কবে থেকে ফিরবে।

এর আগে, গত ১১ নভেম্বর শুনানি শেষ হলে আজ রায় ঘোষণার জন্য রেখেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। টানা ১০ কর্মদিবস শুনানি হয়।

আপিলকারী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, দেশের গণতন্ত্রের জন্য আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরা উচিত। তত্ত্বাবধায়ক বাতিলের পরই দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ