• ঢাকা রবিবার
    ২৩ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১১:৪১ এএম

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি

হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন।

পরপর দুইদিনে ৪ দফা ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ হল ত্যাগের ঘোষণা দেওয়া হয়েছে।

ভূমিকম্পের আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেক শিক্ষার্থী বলছেন, এমন পরিস্থিতিতে বাধ্যতামূলক হল ত্যাগের নির্দেশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়।

এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণার পর বন্ধ ঘোষণা স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী।

আর্কাইভ