প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০১:৩৬ পিএম
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে পুলিশ সুপার (এসপি) নিয়োগে তিনটি ক্যাটাগরি করা হয়েছে। মেধাবী কেউ বাদ পড়েনি। লটারিতে মেধা নয়, জেলাভিত্তিক বণ্টন নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসপি নিয়োগে লটারি হলো কীভাবে-এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, আমরা তিনটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি ও সি ক্যাটাগরি করা হয়েছে। এটা জেলার আয়তনের ভিত্তিতে নয়।
তিনি আরও বলেন, প্রথমে জেলাগুলো নির্ধারণ করে তারপর এসপিদের বণ্টন করেছি। ৬৪ জেলায় ৬৪ জন এসপি ছিলেন। সেখান থেকে ১৮ জনকে আমরা তুলে এনেছি, তাদের স্থানে নতুন ১৮ জন নিয়োগ দেওয়া হয়েছে। আর যারা আগে ছিলেন তারা আগের স্থানেই আছেন। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কার ভাগ্যে কোন জেলা পড়েছে।
মেধাবী এসপিরা লটারিতে বাদ পড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মেধাবীদের আগেই বাছাই করা হয়েছে। মেধাবী কেউই বাদ পড়েনি। মেধাবীদের মধ্যে তো লটারি হয়নি। লটারি হয়েছে-কে কোন জেলায় যাবে, সেটা ঠিক করতে।