• ঢাকা বুধবার
    ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:৫৪ পিএম

১৬৬ উপজেলায় ইউএনও নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সিটি নিউজ ডেস্ক

দেশের ১৬৬টি উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনওদের নিয়োগ দেয়া হয়।

নতুন ইউএনও পাওয়া ১৬৬ উপজেলার মধ্যে ঢাকার ও চট্টগ্রাম বিভাগের ২৯টি করে উপজেলা, রংপুরের ২৪টি, খুলনা বিভাগের ২১টি, বরিশালের ২১টি, ময়মনসিংহের ১৫টি, সিলেটের ১৪টি ও রাজশাহী বিভাগের ১৩টি উপজেলা রয়েছে।

বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ১৬৬টি কর্মকর্তাকে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা করা হলো পাশাপাশি তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য দ্যা কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ এর সেকশন ১৪৪ এর ক্ষমতা দেয়া হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন নিয়োগ পাওয়া ইউএনওদের তালিকা দেখতে এই লিংকে ক্লিক করুন

প্রসঙ্গত, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল করছে অন্তর্বর্তী সরকার। চলতি মাসের প্রথম দিকে ২৯টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। এরপর আজ বুধবার ৬৪টি জেলায় পুলিশ সুপার নিয়োগ দেয় সরকার।

আর্কাইভ