• ঢাকা বৃহস্পতিবার
    ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০২:২৮ পিএম

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সিটি নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ কারণে দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলার পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নমেম্বর) দেয়া বিবৃতিতে আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৯টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২০৩৫ কিমি, কক্সবাজার থেকে ১৯৭৫ কিমি, মোংলা থেকে ১৯৪৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩০ কিমি দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার বেগে ৬০ কিমি পর্যন্ত বাড়ছে। ফলে কেন্দ্রের আশপাশের সাগর এলাকাও উত্তাল রয়েছে।

আর্কাইভ