• ঢাকা বুধবার
    ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

মন্ত্রণালয়কে না জানিয়ে তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার কথা বললেন উপদেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:০১ পিএম

মন্ত্রণালয়কে না জানিয়ে তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেয়ার কথা বললেন উপদেষ্টা

সিটি নিউজ ডেস্ক

ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো সম্মতি নেয়নি। মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে তারা। এর বিরুদ্ধে সরকার আইনসঙ্গত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের থেকে সরকার বাজারের দামের চেয়ে ২০ টাকা কমে ভোজ্য তেল কিনেছে। তবে তারা বাজারে ২০ টাকা বাড়িয়ে বেশি দামে বিক্রি করছে। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। অযৌক্তিক কোন বিষয় বাণিজ্য মন্ত্রণালয় মানবে না।

এ বিষয়ে ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাবের) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম ৯ টাকা বৃদ্ধি-আইনের ব্যাতয়। ভোক্তা স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে।

এখনও বাজার মনিটরিং ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করেন খ্যাব সভাপতি। 

আর্কাইভ