• ঢাকা বুধবার
    ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

শীতের আগমনে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন, কলতানে মুখরিত প্রকৃতি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:২৪ পিএম

শীতের আগমনে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন, কলতানে মুখরিত প্রকৃতি

সিটি নিউজ ডেস্ক

শীতের আগমনের সাথে সাথে দেশের বিভিন্ন হ্রদ, বিল, নদী ও বিস্তৃত জলাভূমিতে নেমে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। উত্তর দুনিয়ার তীব্র ঠান্ডা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পরিযায়ী পাখি প্রতিবছর এ সময় বাংলাদেশে আসে। তাদের আগমনকে ঘিরে ইতোমধ্যেই মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি; চারপাশ জুড়ে শোনা যাচ্ছে কলতান, ডানা ঝাপটার মিষ্টি শব্দ আর উড়াউড়ির মুগ্ধ দৃশ্য।

পাখি বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, নভেম্বরের শেষ দিক থেকেই হাঁসজাতীয় বিভিন্ন পাখি—চখাচখি, গার্গানি, তিলিরি হাঁস, বাটান, ভুতিহাঁস, পাতিহাঁসসহ অসংখ্য প্রজাতি বাংলাদেশের জলাভূমিগুলোতে ভিড় জমাতে শুরু করে। ডিসেম্বর–জানুয়ারিতে এসব অতিথি পাখির সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। সিলেটের হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন জলাভূমি, যশোরের বেড়ি বাঁধ অঞ্চল, সুন্দরবনের খালঘেরা এলাকা এবং খুলনা–বরিশাল বিভাগের বিস্তৃত বিল–হাওর এখন এসব পাখির নিরাপদ স্বর্গরাজ্য হয়ে উঠেছে।

পরিবেশবিদরা জানান, অতিথি পাখিরা শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, বরং জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব পাখি জলাশয়ের বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে, ফলে প্রাকৃতিক পরিবেশ পরিশুদ্ধ থাকে এবং জীববৈচিত্র্য সমৃদ্ধ হয়। তাই তারা অতিথি পাখির শিকার ও নিধন বন্ধে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যেই বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালাচ্ছে, যাতে কোনোভাবেই পাখি শিকারিরা সক্রিয় হতে না পারে।

পাখি পর্যবেক্ষকরা বলছেন, শীতের শুরুতেই দেশের বিভিন্ন জলাভূমিতে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। অনেকেই সকাল কিংবা বিকেলে নৌকা নিয়ে বের হচ্ছেন পাখিদের উড়াউড়ি উপভোগ করতে। পরিযায়ী পাখির আগমনকে কেন্দ্র করে স্থানীয় পর্যটন খাতেও নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে—নৌকা ভাড়া, স্থানীয় খাবারের দোকান, অতিথিশালা ও গাইডদের চাহিদা বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরজুড়ে নীরব থাকা হাওর–বিলগুলো এখন যেন উৎসবের আমেজে ভরে উঠেছে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষই পাখিদের উড়াউড়ি দেখতে ভিড় করছেন জলাশয়ের পাড়ে। শীত এলেই অতিথি পাখির কলতান যেন মানুষের জীবনে এক নতুন ঋতুর আনন্দ নিয়ে আসে।

আগামী জানুয়ারি–ফেব্রুয়ারি পর্যন্ত এসব পাখি দেশের বিভিন্ন জলাভূমিতে অবস্থান করবে। এরপর উত্তরের আবহাওয়া উষ্ণ হতে শুরু করলে তারা আবার ফিরে যাবে নিজেদের স্থায়ী আবাসে। ততদিন পর্যন্ত বাংলাদেশের প্রকৃতি থাকবে রঙিন, প্রাণময় ও কলতানে মুখরিত।

 

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ