প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:২৫ পিএম
র্যাব পরিচয়ে একটি ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানীর পল্টন থেকে গ্রেফতার করা হয় তাদের।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কারওয়ানবাজরে র্যাবের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, পল্টনের মডেল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছে র্যাবের ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকিসহ নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।
এদিকে, রাজধানীর লালবাগ এলাকার শহীদনগর থেকে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ছুরিকাঘাতে হত্যা করা হয় হোসেনকে। এ ঘটনার ৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় আসামিকে।