প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:১৯ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশীরা নছিহত করার চেষ্টা করছে। এ বিষয়ে তাদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত সবসময়ই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। কলকাতায় এটিকে ইস্টার্ন কমান্ড দিবস হিসেবে পালন করা হয়। তারা মনে করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। এ নিয়ে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়েছে। একইভাবে তারাও আমাদের হাই কমিশনারকে ডেকেছে। আগে থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। সেখানে নতুন মাত্রা যোগ হলো কি না তা বলা কঠিন। এ সময় যারা মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করে তাদের মিলিটারি ইতিহাস সম্পর্কে জ্ঞান নেই বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বসে শেখ হাসিনা সামাজিক মাধ্যমে বক্তব্য দিত। কিন্তু এখন মূলধারার মিডিয়াতে বক্তব্য দিচ্ছে। তিনি আদালত থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন। কিন্তু পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। কিন্তু তারা (ভারত) ব্যবস্থা নেয়নি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে ভারত কিছু নসিহত করেছে। এখন নসিহতের কোনও প্রয়োজন নেই। কারণ বিগত সময়ের প্রহসনমূলক নির্বাচন নিয়ে তারা একটি শব্দও উচ্চারণ করেনি। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে প্রতিবেশীদের উপদেশ অগ্রহণযোগ্য।
ভিসা ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার ব্যাপারে যেকোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে। এ ব্যাপারে অন্য দেশেরসত্যিকার অর্থে কিছু বলার নেই। ভারতের মিশন অভিমুখে একটা গ্রুপ যাবে এমন খবরে তারা একটু কনসার্ন থাকবে এটা খুব অস্বাভাবিক কিছু না।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। এ ব্যাপারে সরকারের একটি নীতি রয়েছে। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়া হবে না। কোনো সরকারই এটা করবে না। একজন রাজনীতিবিদ বক্তব্য সরকারের অবস্থান নয়।
ভোটে পর্যবেক্ষক নিয়ে তৌহিদ হোসেন বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা যতটুকু সহায়তা চাইবে সরকার ততটুকু করবে। গায়ে পড়ে আমরা কোনো সহায়তা করতে যাব না। কারণ এখানে হস্তক্ষেপ করলে ভুল হতে পারে। তারা যাতে তাদের কাজ যাতে করতে পারে সেই ব্যবস্থা করবে সরকার।
এ সময় তারেক রহমান গতকাল রাত পর্যন্ত বাংলাদেশে আসার জন্য কোন ট্রাভেল পাস বা ডকুমেন্ট চান নি বলেও জানান তিনি।