• ঢাকা শুক্রবার
    ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:২০ পিএম

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

সিটি নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। আগামী শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে দেয়া এক শোকবার্তায় ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা যায়।

গত ১২ ডিসেম্বর দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ