প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১০:৪৪ এএম
মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। এর আগে মঙ্গলবার (২৩ জুন) এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি বহাল রয়েছে।
সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহণ হিসেবে মেট্রোরেলকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে ইতোপূর্বে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট চলতি ২০২৫ সাল পর্যন্ত অব্যাহতি দেয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের বিদ্যমান অব্যাহতি চালু রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে উক্ত অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করে আগামী বছর ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।