• ঢাকা মঙ্গলবার
    ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৫৮ পিএম

সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিটি নিউজ ডেস্ক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে, দেশে ৩০০টি সংসদীয় আসনের জন্য মোট ৩৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে, ২৫৮২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এ তথ্য জানায়।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা জেলার ৪১টি আসনে, যেখানে মোট ৪৪৪টি আবেদন জমা পড়েছে। অপরদিকে, ফরিদপুর জেলার ১৫টি আসনে সবচেয়ে কম মনোনয়নপত্র জমা পড়েছে এবং মোট ১৪২টি।

এবারের নির্বাচনের জন্য প্রার্থীদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। কমিশন জানিয়েছে, আগামী দিনগুলোতে প্রার্থী তালিকায় আরও কিছু পরিবর্তন হতে পারে, তবে নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে।

 

আর্কাইভ