• ঢাকা মঙ্গলবার
    ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:২৮ পিএম

খালেদা জিয়ার অবদান দেশের মানুষ মনে রাখবে: মাশরাফী

ক্রীড়া ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মোর্ত্তজা। কঠিন এই সময়ে তার শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার (খালেদা জিয়া) অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন। এসময় পাশে ছিলেন তার পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।

আর্কাইভ