প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:০০ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলে একজনকে মারধরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ী কয়েকজন শিক্ষার্থীর হাতে মারধরের শিকার হন।
ঘটনাস্থলে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী তাকে ধাওয়া করে। পরে, তিনি পালাতে চেষ্টা করলে তাকে পাকড়াও করে কয়েকজন মারধর করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
নজরুল ইসলামের এক সঙ্গী বলেন, আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে দেখে বুড়া বলে মারতে শুরু করে কোনো কারণ ছাড়াই।
এদিকে জটলার মধ্যে থাকা একাধিক শিক্ষার্থী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে এসে ওই ব্যক্তি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করায়’ তাকে পিটুনি দেওয়া হয়েছে।
কিন্তু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে কী বোঝানো হচ্ছে, কীভাবে তিনি সেটা করেছেন-এসব বিষয়ে কোনো ব্যাখ্যা শিক্ষার্থীদের কথায় পাওয়া যায়নি।