• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরপুর থেকে নারী প্রতারক গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৭:৪২ পিএম

মিরপুর থেকে নারী প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কখনও তিনি বিশেষজ্ঞ চিকিৎসক, কখনও ব্রিগেডিয়ার জেনারেল। আবার প্রয়োজনে দেশি বা বিদেশি সংস্থার প্রতিনিধি। এভাবে বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে আসছিলেন। অবশেষে ধরা পড়েছেন ইশরাত রফিক ওরফে ঈশিতা নামের এক নারী।

প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব) ্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান কথা জানিয়েছেন।

্যাবের পক্ষ থেকে জানানো হয়, ইশরাত রফিক নিজেকে দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। নিজেকে কথিত তরুণ চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক, ব্রিগেডিয়ার জেনারেল হিসেবেও পরিচয় দিতেন।

শামীম/এম. জামান

আর্কাইভ