নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা নেয়া ছাড়া বাইরে বের হলে শাস্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, 'করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে টিকা না নিয়ে বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।'
মঙ্গলবার (৩ আগস্ট) মুক্তিযুদ্ধমন্ত্রী জানান, ১৮ বছরের বেশ কেউ যদি টিকা ছাড়া রাস্তায় বের হয় তাহলে শাস্তিযোগ্য অপরাধ হবে। পরে রাতে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এরকম কোন কিছু বলা হয়নি।
এ প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, 'গতকাল যে বৈঠক হয়েছে মূলত অনলাইনে হয়েছে, বেশিরভাগই অনলাইনে সভায় যোগ দিয়েছেন। কেউ কেউ স্বশরীরে উপস্থিত ছিলেন। আমি অনলাইনে যুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের এ ধরনের সিদ্ধান্ত হয়নি যে ১৮ বছরের বেশি বয়স্ক কেউ (টিকা না নিয়ে) বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হবে।'
 
তিনি বলেন, 'বরং মাস্ক পরার ওপর জোর দেয়া হয়েছে। একই সাথে স্বাস্থ্যবিধি যাতে সবাই মানে, সেটির ওপর জোর দেয়া হয়েছে। মাস্ক না পরলে যাতে তাৎক্ষণিক শাস্তি দেয়া যায় সেজন্য পুলিশ যাতে জরিমানা করতে পারে, আইনের মধ্যে থেকে কীভাবে করা যায় সে বিষয়টি নিয়ে। এসব নিয়ে আলোচনা হয়েছে।'
তরিকুল/সম্রাট
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন