নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              'টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না' মর্মে বিভিন্ন গণমাধ্যমে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য দিয়েছিলেন। তর্ক-বিতর্কের পর সেই বক্তব্য এবার প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বুধবার (৪ অক্টোবর ) দুপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, 'টিকা নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর হতে বাইরে বের হতে পারবে না' মুক্তিযুদ্ধমন্ত্রী এ বক্তব্য প্রত্যাহার করেছেন। তবে ১৮ বছরের ঊর্ধ্বে সকল নাগরিককেই পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, ১৮ বছরের বেশ কেউ যদি টিকা ছাড়া রাস্তায় বের হয় তাহলে শাস্তিযোগ্য অপরাধ হবে। পরে রাতে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এরকম কোন কিছু বলা হয়নি।
এ বিষয়ে বুধবার (৪ আগস্ট) তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, 'গতকাল যে বৈঠক হয়েছে মূলত অনলাইনে হয়েছে, বেশিরভাগই অনলাইনে সভায় যোগ দিয়েছেন। কেউ কেউ স্বশরীরে উপস্থিত ছিলেন। আমি অনলাইনে যুক্ত ছিলাম। সেখানে আসলে এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। সরকারের কোন এ ধরনের সিদ্ধান্ত হয়নি যে ১৮ বছরের বেশি বয়স্ক কেউ (টিকা না নিয়ে) বের হলেই শাস্তিযোগ্য অপরাধ হবে।'
তরিকুল/সম্রাট 
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন