নিজস্ব প্রতিবেদক, ঢাকা
                                  
              করোনার সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর লকডাউন শেষ হয়েছে। ধারণক্ষমতার সমান যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) মধ্যরাত থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে। 
সিটি নিউজকে এমনটাই জানিয়েছেন সদরঘাট বন্দরের নৌ-নিরাপত্তা শাখার কর্মকর্তা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন।
তিনি জানান, সকাল থেকেই চাঁদপুরসহ ঢাকার আশপাশের এলাকার যাত্রী এসেছেন। বেশ কয়েকটি ছোট লঞ্চ সকাল ৮টায় সদরঘাট নৌবন্দর ছেড়ে গেছে। দুপুর ১২টা পর্যন্ত আরও কিছু লঞ্চ ছেড়ে যাবে। আজ বিকেল ৫টার পর থেকে দক্ষিণাঞ্চলগামী নৌযান ছেড়ে যাবে। আজ প্রায় ৬০টি যাত্রীবাহী লঞ্চ সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাবে।
স্বাস্থ্যবিধি মানার বিষয়ে তিনি বলেন, আমরা লঞ্চ মালিকদের এ বিষেয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। যাতে করে কোনো যাত্রী মাস্ক ছাড়া লঞ্চে উঠতে না পারেন, যতটা সম্ভব সামাজিক দূরত্ব নিয়ে বসা, এক জায়গায় জটলা বা আড্ডা না দিতে পারেন, নৌযানে যাত্রী ওঠার আগে পরিষ্কার করা, ভেতরের ডাস্টবিনগুলো পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ব্যবহৃত মাস্ক না ফেলাসহ প্রবেশমুখে হাত পরিষ্কারেরও ব্যবস্থা রাখা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সভায় স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করা এবং  করোনাকালীন ৬০ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধি বাতিল করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
তরিকুল/এএমকে
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন