প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৩:৫১ পিএম
                 
                            
              নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ এগিয়ে
যাচ্ছে। আর এভাবেই বাংলাদেশ
মধ্যম আয়ের দেশে উন্নীত
হয়েছে। ২০৪১ সাল নাগাদ
উন্নত দেশের কাতারে পৌঁছবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন এক বিস্ময়।’
প্রতিমন্ত্রী
শনিবার (১৪ আগস্ট) ঢাকায়
বিআইডব্লিউটিএ ভবনে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক
দিবস ২০২১ উপলক্ষে নৌপরিবহন
মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে এসব কথা বলেন।
তিনি
বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী
ও দৃঢ়চেতা নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে
এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। সোনার
বাংলা নির্মাণ মুখ থুবড়ে পড়বে
না। অনেক ষড়যন্ত্র হয়েছে;
সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব।’
খালিদ
মাহমুদ চৌধুরী বলেন, ‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়া
বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন গুজব রটিয়েছে। জিয়াউর
রহমানের প্রথম কাজই ছিল বঙ্গবন্ধু
ও তার পরিবারকে কলুষিত
করা। এ জন্য জিয়া
রাষ্ট্রযন্ত্র ও অর্থ ব্যবহার
করেছে। যুবদের ধ্বংস করতে অস্ত্র তুলে
দিয়ে সন্ত্রাসী বানানো হয়েছে। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া
অনেক ষড়যন্ত্র করেও বঙ্গবন্ধুকে অন্ধকারে
নিয়ে যেতে পারেনি। কারণ
বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন।’
নৌপরিবহন
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্
উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নদী রক্ষা কমিশনের
চেয়ারম্যান এ এস এম
আলী কবীর, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম লায়লা
জেসমিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বাংলাদেশ
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর। নৌপরিবহন
অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো.
জালাল উদ্দিন ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর
গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
তরিকুল/এম. জামান