• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিএনপির বাজেট প্রস্তাবনায় যা থাকছে

প্রকাশিত: মে ২৮, ২০২১, ০১:৪৫ এএম

বিএনপির বাজেট প্রস্তাবনায় যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারও নিজেদের বাজেট প্রস্তাবনা তুলে ধরবে বিএনপি। ইতোমধ্যে দলটি আগামী জাতীয় অর্থ বছরের জন্য একটি বাজেট ভাবনা তৈরি করেছে। অর্থনীতিবিদদের পাশাপাশি বিএনপির এই বাজেট ভাবনা ও প্রস্তাবনা তৈরিতে সহযোগিতা করছে দলটির গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ন্যাশানালিস্ট রিসার্চ অ্যান্ড কমিনিউকেশন’।

জানা গেছে,  আজ শুক্রবার (২৮ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের বাজেট প্রস্তাবনা ও ভাবনা জাতির সামনে তুলে ধরবেন। এ কারণে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আজ শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  

আগামী ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করবে সরকার। তার আগেই নিজেদের বাজেট ভাবনা জাতির সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বিএনপি। 

২০০৯ সালে সংসদের বাইরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিরোধী দলীয় নেতা হিসেবে প্রথম নিজেদের বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বাজেট ভাবনা দেওয়া হয়েছে। তবে ২০১৪ সালের নির্বাচনের পর সংসদে বিএনপির কোনো প্রতিনিধি না থাকায় সংসদের বাইরে বাজেট প্রস্তাবনা তুলে ধরার রীতিতে ছন্দপতন ঘটে। এরপর থেকে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বাজেট প্রতিক্রিয়া দেয়া হয়। আনুষ্ঠানিকভাবে বাজেট ভাবনা আর দেওয়া হয়নি।

বিএনপির একাধিক সূত্র বলছে, বাজেটে স্বাস্থ্যখাত, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষাখাতসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে। একইসঙ্গে বর্তমান করোনা মহামারি সৃষ্ট পরিস্থিতি ও পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটগুলোর সম্ভাব্য সমাধানের প্রস্তাবসহ দিকনির্দেশনা দেয়া হবে। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য সিটি নিউজকে জানান, দলের পক্ষ থেকে বাজেট ভাবনা দেয়া হবে। সেখানে সব বিষয়ে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব থাকবে।

তিনি বলেন, ‘সেখানে করোনাকালে স্বাস্থ্যখাতের যে বেহাল অবস্থা জাতির সামনে উন্মোচিত হয়েছে, সেটাও থাকেব। এতদিন সময় পাওয়ার পরও সরকার স্বাস্থ্যখাত ঠিক না করে দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে, তা তুলে ধরতে হবে। এখনো জেলা হাসপাতালগুলোতে ভেন্টিলেটর, আইসিইউ ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সুবিধা নেই। কোথাও দুই একটি থাকলেও সেটি ম্যান পাওয়ার (জনবল) না থাকায় পরিচালনা করা যাচ্ছে না। সরকার ম্যান পাওয়ার তৈরির দিকে মনোযোগ দিচ্ছে না। কারণ ম্যান পাওয়ার তৈরি করলে তো কমিশন পাওয়া যাবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, ‘এবার সর্বোচ্চ বিদেশি ঋণ নির্ভর বাজেট হবে। সেই ঋণ নির্ভর বাজেট দিয়ে কীভাবে করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবিলা করা যায় তার প্রস্তাব দেবো আমরা।’

জানা গেছে, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ তাদের আর্থিক সহায়তা প্রদানের বিষয়েও সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি। এ ছাড়াও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেয়ার কথা তুলে ধরা হবে।

সূত্রে আরও জানা গেছে, শুধু বিএনপির পক্ষ থেকে নয় দলটির সংসদ সদস্যদের পক্ষ থেকেও বাজেট নিয়ে একটি প্রস্তাব সংসদে বা সংসদের বাইরে তুলে ধরার চিন্তা ভাবনা করা হচ্ছে। কবে, কখন তা করা হবে এর তারিখ এখনো ঠিক হয়নি। আগামী ২ জুন বাজেট অধিবেশন চলাকালে বিএনপির সংসদ সদস্যরা বাজেট নিয়ে তাদের বক্তব্য সাংবাদিকদের জানাবেন।

বিএনপির সংসদ সদস্য হারুন উর রশীদ বলেন, ‘আমাদের সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় আছেন। আগামী ৩০ তারিখ আমাদের বৈঠক হবে। সেখানে তারিখ ঠিক করা হবে। এরপর আপনাদের জানিয়ে দেবো।’

আইএম/ডব্লিউএস
আর্কাইভ