 
              প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৬:২৩ পিএম
 
                 
                            
              নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই শুরু হয়েছে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ শুরু হয়।
বিভাগীয় এই সমাবেশ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল । শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ৩ ঘণ্টা আগেই সমাবেশ শুরু করা হয়েছে। গণপরিবহণ বন্ধ থাকায় নেতাকর্মীদের গন্তব্যে ফেরার সুবিধার্থে দিনের আলোয় সমাবেশ শেষ করার ভাবনা থেকে আগে সমাবেশ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ পরই তিনি মঞ্চে উঠবেন। এখন স্থানীয় নেতারা বক্তৃতা করছেন।
এআরআই/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      