 
              প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৭:৪৩ পিএম
 
                 
                            
              দেশ এক আওয়ামী দুঃশাসন থেকে রক্ষা পেয়েছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা জনগণই ঠিক করবে। জনগণের হাতে এই ক্ষমতা ফিরিয়ে দিতেই ছাত্র-জনতা সংগ্রাম করেছে। এমন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৬ সেপ্টেমর) বিকেলে আন্দোলনে রামপুরার মৌলভীরটেকে নিহত রিকশাচালক সাগরের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, এই আন্দোলনে শ্রমজীবী মানুষও শামিল হয়েছিল। সবাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই অবদান জাতি সবসময় স্মরণ করবে। তাদের অবদান স্বীকার না করলে দেশে গণতন্ত্র থাকবে না।
তিনি আরও বলেন, ছাত্র-জনতা জীবন দিয়েছে বলেই আমরা কারামুক্ত হতে পেরেছি। গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ দুঃশাসন করে গেছে। এখন দেশ মুক্ত হয়েছে। তবে, এখনও দেশ বিরোধীরা চক্রান্ত করে যাচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে সবাইকে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      