 
              প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৭:১৩ পিএম
 
                 
                            
              অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে আহ্বায়ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১৩১ সদস্যের কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ উপস্থিত ছিলেন।
নবগঠিত এই সংগঠনের সদস্য সচিব করা হয়েছে ডা. জাহেদুল ইসলামক এবং ও মুখ্য সংগঠক হিসেবে থাকছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
এর আগে, এদিন দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      