 
              প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:০৫ পিএম
 
                 
                            
              বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) দুপুরে দলটির কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার। জুলাই অভ্যুত্থানের বিচার ও মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা করি। এ সময় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনীর কাজ দেশের নিরাপত্তা দেয়া, রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেয়া নয়। ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়াদের তালিকা আগেই প্রকাশ করা উচিত ছিলো। তাহলে প্রতিষ্ঠান নিয়ে কথা উঠতো না। বর্তমানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অতীতে ১/১১ সহ বিভিন্ন ঘটনা কারও জন্যই ভালো ফল বয়ে আনেনি। এ সময় যারা গুমের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেনাবাহিনীর প্রতি আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, তাদের সাথে এনসিপির কোনও সম্পর্ক নেই। সরকারে থেকে তারা রাজনীতি করতে পারবে না। তাদের এনসিপির সাথে সংযুক্ত করে হেয় করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আস্থার জায়গায় আসতে হবে। অন্যথায় তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের রাজনীতিতে ১ এগারোর আভাস লক্ষ্য করা যাচ্ছে। বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। এ সময় অভ্যুত্থান ব্যর্থ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগীতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। অন্তর্বর্তী সরকারের ৫ বছর থাকা ইস্যুতে এনসিপির সংশ্লিষ্টতা নেই।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      