• ঢাকা রবিবার
    ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

পিআর সম্ভব না, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:৪২ পিএম

পিআর সম্ভব না, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

সিটি নিউজ ডেস্ক

প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি।

তিনি আরও বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি। এই মুহূর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্ভব না। কমিশন সবকিছু বিবেচনা করে। অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো তারা করবেন।

এসময়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির এ সিনিয়র নেতা।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ