প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:০৫ পিএম
জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে বিএনপি অক্ষরে অক্ষরে সেটি প্রতিপালনে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে চাপিয়ে দেয়া যেকোনো কিছু জনগণ ও বিএনপি মানবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ। বলেন, সংসদ ছাড়া চাপিয়ে দেয়া পরামর্শ কোনোভাবে জনগণ মেনে নেবে না। তবে নির্বাচনের দিন গণভোটের আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি।
তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ গঠন জরুরি। তিনি অভিযোগ করে বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে অন্দরমহলে বন্দি রাখতে চায়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নারীদের পারিবারিক ও সামাজিক অধিকার নিশ্চিত কাজ করতে চায় বিএনপি। এসময় রাজশাহীতে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে করা মামলার নিন্দাও জানান।
আমরা সবাই বাংলাদেশি জানিয়ে তিনি আরও বলেন, সবার জন্যই বাংলাদেশ। সকল নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দেশে কোনও ধর্মের বিভাজন থাকবে না। সবার একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি।