• ঢাকা বুধবার
    ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপহার পাঠালেন ভুটানের রাজা-প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১১:৪০ এএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপহার পাঠালেন ভুটানের রাজা-প্রধানমন্ত্রী

সিটি নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান খালেদা জিয়ার পক্ষ থেকে এ উপহার গ্রহণ করেন।

উপহারসামগ্রী পাঠানোর পাশাপাশি ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

অসুস্থতার কারণে খালেদা জিয়াকে রোববার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

আর্কাইভ