প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:১৮ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে। আমরা তাদের অনুরোধ করবো, আপনারা পদত্যাগ নয় বরং দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি করতে ব্যর্থ হন, মনে রাখবেন, ৫ আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে ব্যাখ্যা দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির বলেন, আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে, বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই কমিশনের প্রধান, তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে।
তিনি আরও বলেন, আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্যে যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে, আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এ জন্য আমি অনুরোধ করবো, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে থাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে। দুইটার যেকোনো একটা হবে। আমরা উনি এবং এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণ এই জাতির সঙ্গে করবেন না। সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই।
হাদির চিকিৎসা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকার শরীফ উসমান হাদির চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। সেজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না। এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে। মৃত্যুর দুয়ারে চলে যাবে। তারপরে সরকার নড়েচড়ে বসবে। আমরা এটাও চাই না। এই অবস্থা এই দুঃশাস এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে। এইজন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে।
‘৭১ ও ‘২৪ সালে যারা আহত ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, আমরা এখন অতীত ভুলে ঐক্যবদ্ধ থাকতে চাই৷ জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য। আমরা কোন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, করবো না।