• ঢাকা শুক্রবার
    ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

দুপুরের কর্মসূচি স্থগিত এনসিপির, চারটায় বাংলামোটরে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:০৫ পিএম

দুপুরের কর্মসূচি স্থগিত এনসিপির, চারটায় বাংলামোটরে বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

সিটি নিউজ ডেস্ক

আসিফ মাহমুদের পর এবার কর্মসূচি পালনের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

একইসাথে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচিও স্থগিত করেছে দলটি। এর পরিবর্তে বিকাল চারটায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে বলে জানান নাহিদ ইসলাম।

দুপুর সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় নাহিদ ইসলাম লিখেছেন, “আজ জুম্মার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাইবিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে”।

"জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রুপ কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম" যাতে করতে না পারে সে ব্যাপারে ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

আর্কাইভ