প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৫৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে, সেই হাত গুঁড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আর মানুষে মানুষে ভেদাভেদ চাই না, আমাদের সবার পরিচয় `আমরাই বাংলাদেশ`। যেখানে থাকবে না কোনো বৈষম্য।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য ক্ষমতায় আসতে চাই না। জামায়াতের বিজয় নয় ১৮ কোটি মানুষের বিজয় চাই। গণভোটে ‘হ্যাঁ’ বিজয় হলেই বাংলাদেশ বিজয়ী হবে।
তিনি আরও বলেন, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, অনেকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন, দয়া করে আর নাক গলাবেন না। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সহ্য করা হবে না।
কোনো দলের নাম না উল্লেখ করে জামায়াত আমির বলেন, একটি দল বলছে, তারা ক্ষমতায় আসলে দেশকে দুর্নীতি মুক্ত করবে। কিন্তু তাদের তো ৩৯ জন প্রার্থী গুরুতর ঋণখেলাপি।
এর আগে, সকালে যাত্রাবাড়ীতে নির্বাচনী জনসভায় যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে ৪ বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে।