• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক স্টেডিয়াম করা হবে: জামায়াত আমির

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০১:৫০ পিএম

ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক স্টেডিয়াম করা হবে: জামায়াত আমির

ফেনী প্রতিনিধি

ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে— এমন প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে নারীর যথোপযুক্ত মর্যাদা আর নিরাপত্তা নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনীতে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এদিন বক্তব্যের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির। বলেন, আধিপত্যবাদকে কখনোই প্রশ্রয় দেননি খালেদা জিয়া। নির্বাচিত হলে, ন্যায্যতার ভিক্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বলেন, ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা হবে।

জামায়াত আমির বলেন, যাদের রাজনীতির কারণে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের সেই রাজনীতিকে লাল কার্ড দেখাতে চাই। যুবসমাজকে বেকার ভাতা দিয়ে তাদের অপমান করতে চাই না। তাদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলা হবে।

এসময় বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাঁধের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে বলেও জানান ডা. শফিকুর রহমান। বক্তব্য শেষে, ফেনীর ৩টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির।

এর আগে, ফজরের নামাজের পর থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা। জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ