• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মাঠে নামার আগেই সুখবর পেল বায়ার্ন

প্রকাশিত: মে ৯, ২০২১, ১১:৪৭ এএম

মাঠে নামার আগেই সুখবর পেল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

জিতলেই বুন্দেসলিগার টানা নবম শিরোপা ঘরে উঠবে। এমন সমীকরণ সামনে রেখেই  বরুসিয়া মনশেনগ্লাডবাখকে মোকাবিলা করার প্রস্ততি নিচ্ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু মাঠে নামা পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের। আরবি লাইপজিগ আর বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যেকার ম্যাচের ফল আসতেই শিরোপা উল্লাসে মেতে উঠল জার্মান জায়ান্টরা।

শনিবার (৮ মে) রাতে ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-২ গোলে হার মানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় শীর্ষ দল আরবি লাইপজিগ।

এতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় বায়ার্ন মিউনিখের। শিরোপা জয়ের সুসংবাদ নিয়ে মাঠে নেমে আরও উজ্জীবীত বাভারিয়ানরা। বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নেয় তারা। 

বায়ার্নের রবার্ট লেওয়ানডস্কি হ্যাটট্রিক করেন। ম্যাচের ২, ৩৫ এবং ৬৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৩৯ গোল করেন লেওয়ানডস্কি। সুযোগ রয়েছে গার্ড মুলারকে টপকে যাওয়ার। বায়ার্ন মিউনিখের জার্সিতে  ১৯৭১/৭২ মৌসুমে ৪০ গোল করেছেন জার্মান কিংবদন্তি মুলার। একটি করে গোল করেন টমাস মুলার, কিংসলে কুমান ও লেরয় সানে।

এই জয় নিয়ে ৩২ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে একেবারেই ধরাছোঁয়ার বাইরে বায়ার্ন। সমান ম্যাচে ১০ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে লাইপজিগ। তৃতীয় স্থানে থাকা উলফসবার্গের পয়েন্ট ৬০।

জেডআই/এএমকে
আর্কাইভ